Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

উপজেলা সরকারি অফিসগুলোর মধ্যে বিএডিসি, ক্ষুদ্রসেচ, কাজিপুর জোন অফিস অন্যতম। অফিসটি উপজেলা পরিষদের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। উক্ত অফিসটি উপজেলার কৃষি কাজে সেচের যে কোন বিষয় দেখাশোনা করে। বিএডিসির প্রায় জন্মলগ্ন থেকেই অত্র উপজেলায় সেচ বিষয়ক বহু কার্যক্রম পরিচালনা করে আসছে। সত্তর আশির দশকে বিএডিসি কৃষি সেচক্ষেত্রে বিপ্লব সাধন করে। বিভিন্ন প্রকেল্পর মাধ্যমে কাজিপুর উপজেলায় ১৬৭টি গনকু খনন করে ডিজেল ইঞ্জিন সরবরাহ করে চালু করা, চর এলাকায় শক্তিচালিত পাম্প সরবরাহ করা, ব্যক্তিগত পর্যায়ে শত শত ডিজেল ইঞ্জিন সরবরাহ করাসহ প্রয়োজনীয় জায়গায় খাল ও নালা খনন করে এক সময়ের প্রকৃতি নির্ভর কৃষিব্যব্যবস্থাকে আমুল পরিবর্তন করা হয়। এরপর নব্বইর দশক থেকে বিএডিসির কার্যক্রমে ভাটা পরতে থাকে এবং নব্বই দশকের শেষের দিকে সেচ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৯৮ সালে  পাবনা নাটোর সিরাজগঞ্জ জেলার সমন্বিত এলাকা ও ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প সংক্ষেপে পানাসি প্রকল্প চালু করা হয় । এ প্রকল্পের মাধ্যমে অত্র উপজেলায় ৫২ টি গনকু পুনর্বাসন ও ৮ টি নতুন গনকু খনন করার পাশাপাশি আনুষঙ্গিক অন্যান্য কাজও করা হয়। বর্তমানে প্রকল্পটির ৩য় পর্যায় চলতেছে।